ব্রাহ্মণবাড়িয়ায় কৃষকের অ্যাপের মাধ্যমে ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৫৬:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মে ২০২১
- / ১৫৯২ বার পড়া হয়েছে
বোরো মৌসুমে ব্রাহ্মণবাড়িয়ায় কৃষকের অ্যাপের মাধ্যমে ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে।
সকালে শহরের শিমরাইলকান্দি খাদ্যগুদামে সদর উপজেলার ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পঙ্কজ বড়ুয়া। এ সময় সদর উপজেলার ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট লোকমান হোসেন, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা কাওসার সজীব, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, খাদ্য গুদামের এমএসও আব্দুল হান্নান উপস্থিত ছিলেন। এ কার্যক্রমের আওতায় উপজেলা থেকে লটারির মাধ্যমে নির্বাচিত ১২শ’ ৭৭ জন কৃষকের কাছ থেকে ১ হাজার ৮০ টাকা মণ দরে সাড়ে ১৮শ’ মেট্রিক টন ধান ক্রয় করা হবে।