বাংলাদেশ থেকে ইতালি প্রবেশে নিষেধাজ্ঞা জারি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪৩:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১
- / ১৫৮৬ বার পড়া হয়েছে
করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় বাংলাদেশ থেকে ইতালি প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, গত ১৪ দিনে বাংলাদেশে অবস্থান করেছে বা বাংলাদেশকে ট্রানজিট হিসেবে ব্যবহার করেছে এমন ভ্রমণকারীদের ইতালি প্রবেশে নিষেধাজ্ঞা থাকবে । এ সংক্রান্ত একটি নির্বাহী আদেশে সই করেছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী । বাংলাদেশ ও ভারতে করোনা সংক্রমণের পরিস্থিতির অবনতি হওয়ায় এই পদক্ষেপ নেয়া হয়েছে । এর আগে রবিবার ভারত থেকে ভ্রমণকারীদের ইতালি প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় । পরদিনই ইতালিতে করোনা ভাইরাসের ভারতীয় ধরণটির উপস্থিতি সনাক্ত করা হয় দুজনের দেহে যারা সম্প্রতি ভারত থেকে ফিরেছেন ।























