দেশের বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত
- আপডেট সময় : ০৫:৫৯:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৪ এপ্রিল ২০২১
- / ১৬০১ বার পড়া হয়েছে
জয়পুরহাট, মানিকগঞ্জ, টাঙ্গাইল ও মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছে।
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বটতলীতে ট্রাক্টর ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক ও আরোহীসহ দুজনের মৃত্যু হয়েছে। দুপুরে ক্ষেতলাল-জয়পুরহাট সড়ক অভিমুখী বালু ভর্তি ট্রাক্টরের সাথে বিপরীতমুখী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক ও আরোহী নিহত হন।
মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কে কাভার্ডভ্যান ও মোটরসাইকেল সংর্ঘষে এক আরোহী নিহত হয়েছেন। সকালে পাটুরিয়াগামী সিমেন্টবাহী কাভার্ডভ্যানের সাথে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটির মুখোমুখি সংর্ঘষ হয়। ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেল আরোহী।
টাঙ্গাইলের মির্জাপুরে ট্রাকের চাপায় দেলোয়ার হোসেন দেলু নামে আরেক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার কোদালিয়ায় মোটরসাইকেলটি একটি ট্রাককে ওভারটেক করতে গেলে ট্রাকের চাপায় ঘটনাস্থলেই নিহত হন।
এদিকে, মাদারীপুরে যাত্রীবাহী বাসের সাথে ইজিবাইকের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। শুক্রবার রাতে ঢাকা-খুলনা মহাসড়কের বন্দরখোলায় এ দুর্ঘটনা ঘটে।


























