বাংলাদেশে ভ্যাকসিন সরবরাহ বন্ধ থাকবে না: ভারতীয় হাইকমিশনার
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪০:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১
- / ১৫৭৬ বার পড়া হয়েছে
নিজেদের সংকট থাকলেও বাংলাদেশে ভ্যাকসিন সরবরাহ বন্ধ থাকবে না বলে জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী।
সকালে ভারত থেকে সড়ক পথে ঢাকা ফেরার পথে আখাউড়া স্থলবন্দরে এসব কথা বলেন তিনি। এসময় হাই কমিশনার আরো বলেন, চুক্তি অনুযায়ী এরই মধ্যে বাংলাদেশে ৭০ লাখ ভ্যাকসিন সরবরাহ করা হয়েছে এবং বাকিগুলোও পর্যায়ক্রমে সরবরাহ করা হবে। এসময় ভারতীয় হাইকমিশনারকে দু’দেশের শূণ্য রেখায় প্রবেশের সময় স্বাগত জানান আখাউড়া উপজেলা ও পুলিশ প্রশাসনসহ স্থানীয় জনপ্রতিনিধিরা।

























