দুবাইয়ের আটক রাজকুমারী লতিফা বেঁচে আছেন কি না প্রমাণ চেয়েছে জাতিসংঘ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:১০:০৬ অপরাহ্ন, বুধবার, ২১ এপ্রিল ২০২১
- / ১৫৬২ বার পড়া হয়েছে
দুবাইয়ের আটক রাজকুমারী লতিফা আল মাকতুম বেঁচে আছেন কি না, সংযুক্ত আরব আমিরাতের কাছে তার সুনির্দিষ্ট প্রমাণ চেয়েছে জাতিসংঘ।
জেনেভায় স্থানীয় সময় মঙ্গলবার এক বিবৃতিতে জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরা বলেন, প্রিন্সেস লতিফাকে অবিলম্বে মুক্তি দিতে হবে । এর আগে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার বলেছে, দুবাইয়ের এই রাজকন্যা জীবিত আছেন কিনা, সেই প্রমাণ আরব আমিরাত দিতে পারেনি । দুবাই শাসকের এই নিখোঁজ কন্যাকে সবশেষ ২০১৮ সালে দেখা গিয়েছিল । গত মাসে সংযুক্ত আরব আমিরাত জ়ানায়, প্রিন্স লতিফা পরিবার ও চিকিৎসকদের তত্ত্বাবধানে বাড়িতে আছেন।