ভ্যাকসিন গ্রহণে রোজার ক্ষতি হয় না
																
								
							
                                - আপডেট সময় : ০৭:৪৯:১৬ অপরাহ্ন, বুধবার, ১৪ এপ্রিল ২০২১
 - / ১৫৬৮ বার পড়া হয়েছে
 
শরীরে খাদ্যের অভাব পূরণ করবে না এমন যে কোন ঔষধ বা ভ্যাকসিন গ্রহণে রোজার ক্ষতি হবে না বলে জানিয়েছেন, খতিব ড. মুফতি মোহাম্মদ যাকারিয়া। তিনি জানান, ইসলামেও এ বিষয়ে পূর্ণাঙ্গ সমর্থন রয়েছে। রোজা রাখা অবস্থায় করোনা ভ্যাকসিন গ্রহন বিষয়ে ইসলামের ব্যাখ্যা তুলে ধরে বায়তুন নুর জামে মসজিদের খতিব আরো জানান, যে কোন অসুস্থতার বিপরীতে এবং সুস্থতার লাভের আশায় বিভিন্ন আমল করার পাশাপাশি ঔষধ ও ভ্যাকসিন গ্রহণও জরুরী।
গেল ২৭ জানুয়ারি করোনার টিকাদান কর্মসূচি উদ্বোধনের পর ৭ ফেব্রুয়ারি থেকে এ কার্যক্রম শুরু হয় সারাদেশে। ফলে বিপুল সংখ্যক মানুষের দ্বিতীয় ডোজ টিকার তারিখ পড়েছে রমজান মাসেই।
সরকারের নির্দশনা অনুযায়ী রোজার মাসেও স্বাভাবিক সময়ের মতো দিনের বেলায় অব্যাহত থাকবে করোনাভাইরাস ভ্যাকসিন কার্যক্রম। তবে বিতর্ক থাকলেও রোজা রেখে ভ্যাকসিন দেয়ার ক্ষেত্রে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কোনো বাধা নেই বলে জানান এই ইসলামী চিন্তাবিদ।
তিনি বলেন, ইসলাম যে কোনো অবস্থায় সুস্থতাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেয়, তবে তা শুধু আমল করার মধ্য দিয়ে নয় পাশাপাশি প্রয়োজনীয় ঔষধ সেবন এবং ভ্যাকসিন গ্রহনের প্রতিও রয়েছে সুনির্দিষ্ট নির্দেশনা।
এদিকে, সকালে স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত ভার্চুয়াল ব্রিফিংয়ে রোজা অবস্থায় টিকা গ্রহনে কোন বাঁধা নেই উল্লেখ করে সকলকে টিকা নেয়ার আহবান জানিয়েছেন, অধিদ্প্তরের অতিরিক্ত মহপরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
																			
																		














