নারায়ণগঞ্জ ও মাগুরায় সড়ক দুর্ঘটনায় ৪জন নিহত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪১:০২ অপরাহ্ন, বুধবার, ১৪ এপ্রিল ২০২১
- / ১৫৪২ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জ ও মাগুরায় সড়ক দুর্ঘটনায় ৪জন নিহত হয়েছে।
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হন। মঙ্গলবার রাতে মোটরসাইকেলে ছায়েদ মিয়া ও রহমত আলী নামে দুই ব্যক্তি কুমিল্লা থেকে ঢাকার দিকে যাচ্ছিলেন। পথে সাদিপুর এলাকার পল্লী বিদ্যুৎ পাওয়ার স্টেশনের সামনে উল্টো পথে বেপরোয়া গতিতে আসা একটি ট্রাক মোটরসাইকেলে ধাক্কা দিলে ট্রাকের নিচে পরে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয় ক্লিনিকে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
মাগুরায় আলাদা সড়ক দুর্ঘটনায় আরও দুই’ জন নিহত হয়েছেন। সকালে সদর এলাকায় একটি কাভার্ড ভ্যানের চাপায় হাকিম মোল্লা নামে এক নছিমন চালক নিহত হন। অন্যদিকে, উপজেলার রামনগর এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে ঠাকুরবাড়ি এলাকায় ট্রাকের ধাক্কায় শফিকুল ইসলাম নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।