যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্দুক হামলায় নিহত এক

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১৭:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৯ এপ্রিল ২০২১
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্দুক হামলায় নিহত একজন। এক পুলিশ সদস্যসহ আহত হয়েছেন অন্তত পাঁচ জন।
বৃহস্পতিবার টেক্সাস অঙ্গরাজ্যের এএন্ডএম বিশ্ববিদ্যালয়ের বাইরে ব্রায়ান শহরে কাস্টম কেবিনেট কোম্পানির এক কর্মচারীর গুলিতে এ হতাহতের ঘটনা ঘটেছে।ব্রায়ান পুলিশ প্রধান এরিক বুসক সন্দেহভাজন হামলাকারীর নাম প্রকাশ না করলেও হামলাকারী কেন্ট মুর ক্যাবিনেটের এক কর্মচারী বলে দাবি করেছেন। টেক্সাসের গর্ভনর গ্রেগ অ্যাবোট এক বিবৃতিতে জানিয়েছেন,বৃহস্পতিবার দুপুরে বন্দুক হামলার পর সন্দেহভাজনকে ধরতে গিয়ে এক পুলিশ কর্মকর্তা আহত হন। আহত অপর ৪জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার প্রায় দুই ঘণ্টা পর হামলাকারীকে আরেকটি শহর থেকে গ্রেফতার করা হয়।