ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের তৃতীয় দফায় তিন জেলায় ৩১ আসনে ভোট আজ
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪১:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ এপ্রিল ২০২১
- / ১৬৩৯ বার পড়া হয়েছে
ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের তৃতীয় দফায় তিন জেলায় ৩১ আসনে ভোট আজ। সকাল সাতটা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ।
তৃতীয় দফার ভোট হচ্ছে হাওড়া জেলার ৭ , হুগলির ৮ এবং দক্ষিণ ২৪ পরগণার ১৬টি আসনে। ভোটগ্রহণ উপলক্ষে গতকাল সন্ধ্যা থেকেই কেন্দ্রগুলোর আশপাশে ১৪৪ ধারা জারি করা হয়েছে। সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে ভোট। নিরাপত্তার স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্য মোতায়েন করা হয়েছে। চলতি দফায় পশ্চিমবঙ্গ ছাড়াও আসাম, কেরালা ,তামিলনাড়ু ও পুদুচেরিতেও বিধানসভা নির্বাচনের ভোট হচ্ছে । ৫ রাজ্যে ২০ কোটিরও বেশি মানুষ ভোট দেবে। ২ মে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হবে।



















