কোন রোগীকে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত করা হবে না : স্বাস্থ্যমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:১৯:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ এপ্রিল ২০২১
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
হাসপাতালের এক ইঞ্চি জায়গা খালি থাকলেও কোন রোগীকে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত করা হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
সকালে ঢাকা মেডিকেল কলেজের নতুন ১০ শয্যা বিশিষ্ট আইসিইউ উদ্বোধনী অনুষ্ঠানে বারিধারার বাসভবন থেকে অনলাইন জুম অ্যাপের মাধ্যমে ভার্চুয়ালী যুক্ত হয়ে এ কথা জানান তিনি। করোনার প্রকোপ দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে এতে হাসপাতাল বেড দ্রুত বৃদ্ধি করার বিকল্প নেই উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী জানান, কোভিড ডেডিকেটেড হাসপাতাল সংখ্যা বৃদ্ধি করাসহ সকল হাসপাতালে শয্যা সংখ্যাও বৃদ্ধি করছে সরকার। এ সময় করোনা বৃদ্ধি ঠেকাতে দলমত নির্বিশেষে সকলকেই এগিয়ে আসার আহবান জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
























