হাজারো মানুষে ভরপুর পর্যটন নগরী কক্সবাজার

- আপডেট সময় : ০২:৩৩:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ এপ্রিল ২০২১
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
করোনা মহামারিতেও প্রতিদিন হাজারো মানুষে ভরপুর পর্যটন নগরী কক্সবাজার। পুরো সৈকতজুড়ে চোখে পড়ে না সামাজিক দূরত্ব কিংবা স্বাস্থবিধি মানার নির্দেশনা। যদিও সচেতনতা বাড়াতে মাস্ক বিতরণসহ প্রতিনিয়ত কাজ করছে স্থানীয় প্রশাসন। পর্যটন কেন্দ্রগুলো ১৪ এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।
হাঁটার জায়গাটুকুও যেখানে মেলেনা, সেখানে দূরত্ব বজায় রাখা কিভাবে সম্ভব? আর মাস্কতো থাকেইনা।
বলা হচ্ছে-পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতের কথা। ব্যস্ততম লাবণী পয়েন্ট থেকে কলাতলী পর্যন্ত পর্যটকের ভিড় সবখানে।
শুধু তাই নয়, মুখের মাস্কটিও রাখছেন না কেউ। বলছেন, রুমে রেখে এসেছেন অথবা ছবি উঠানোর জন্যে এইমাত্র খুলে পকেটে নিয়েছেন।
আর যারা পর্যটক সেবী তারাও চলছেন পর্যটকদের পথে। ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে নেই স্বাস্থ সচেতনতা। কেবলমাত্র তারকামানের হোটেলগুলো ছাড়া অন্যদের মাথা ব্যথা নেই প্রাণঘাতি করোনা নিয়ে।
এদিকে সচেতনতা বাড়াতে ট্যুরিস্ট পুলিশের সহায়তায় প্রতিনিয়ত কাজ করছে কক্সবাজারের জেলা প্রশাসন।স্বাস্থবিধি মানতে কোথাও কোথাও পরিচালনা করা হচ্ছে ভ্রাম্যমান আদালতও।