হবিগঞ্জে কাল বৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি
- আপডেট সময় : ০২:৫৭:৪০ অপরাহ্ন, বুধবার, ৩১ মার্চ ২০২১
- / ১৫৯৯ বার পড়া হয়েছে
হবিগঞ্জে আধা ঘন্টার কাল বৈশাখী ঝড়ে বাড়িঘর তছনছসহ উপড়ে পড়েছে শতাধিক গাছ ও বিদ্যুতের খুটি। অনেক স্থানে ক্ষতিগ্রস্থ হয় বৈদ্যুতিক ট্রান্সমিটার। ফলে হবিগঞ্জ শহরসহ পুরো জেলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
মঙ্গলবার রাত ১০ টার দিকে কাল বৈশাখী ঝড়ে শহরের সাকির্ট হাউজ রোড, চৌধুরী বাজার, ধুলিয়াখাল, শায়েস্তানগর, বাসস্ট্যান্ড, কোর্টস্টেশন ও উমেদনগর ও রাজনগরসহ শহরের বিভিন্ন স্থানে গাছ উপড়ে যায়। ফলে বেশ কিছু স্থানে বিদ্যুতের খুটি ভেঙ্গে তার ছিড়ে সড়কের উপর পরে থাকে। এতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পরে পুরো শহরসহ আশপাশের এলাকা। রাতেই পৌরসভার শ্রমিক ও ফায়ার সার্ভিস কর্মীরা সড়কে পরে থাকা গাছগুলো সরাতে কাজ শুরু করে। এ সময় পৌর মেয়র আতাউর রহমান সেলিম বিভিন্ন ঘটনাস্থল পরিদর্শন করেন। আজ বুধবার সকাল পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকে।বিদ্যুৎ বিভাগ রাস্তায় পড়ে থাকা গাছ ও বিদ্যুতের খুটি সরানোর কাজ চালিয়ে যাচ্ছে।


























