আলাদা সড়ক দুর্ঘটনায় সিরাজগঞ্জ ও মাদারীপুরে দুইজন নিহত

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:০৬:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৯ মার্চ ২০২১
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
আলাদা সড়ক দুর্ঘটনায় সিরাজগঞ্জ ও মাদারীপুরে দুইজন নিহত হয়েছে।
সিরাজগঞ্জের কামারখন্দে সড়ক দুর্ঘটনায় জহুরুল ইসলাম নামে এক অটোভ্যান চালক নিহত হয়েছেন। পুলিশ জানায়, রোববার রাতে জেলার কামারখন্দ উপজেলার জামতৈল বাজার থেকে অটোভ্যানে করে বাড়ি ফেরার পথে কর্ণকয়েলগাতিতে ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ভ্যানের নীচে চাপা পড়ে। পরে স্থানীয় হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়।
এদিকে, মাদারীপুরের শিবচরের ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতপুর নামক স্থানে বাসের ধাক্কায় কালাম শেখ নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। গেলরাতে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।