গাইবান্ধায় পারিবারিক কলহের জেরে গৃহবধূর গায়ে আগুন ধরিয়ে দিয়েছে স্বামী ও শাশুড়ি

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১০:২৫ অপরাহ্ন, বুধবার, ২৪ মার্চ ২০২১
- / ১৫৩১ বার পড়া হয়েছে
গাইবান্ধায় পারিবারিক কলহের জেরে গৃহবধূর গায়ে আগুন ধরিয়ে দিয়েছে স্বামী ও শাশুড়ি।
মঙ্গলবার দুপুরে সদর উপজেলার মালিবাড়ী ইউনিয়নের কাবিলের বাজার এলাকায় এই ঘটনা ঘটে। অগ্নিদগ্ধ অবস্থায় শারমিন নামে ওই গৃহবধূকে ঘরে তালাবন্ধ করে রাখা হয়।খবর পেয়ে স্বজনরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করে।তারা জানায়, দুই বছর আগে একই এলাকার কোরবান আলীর সাথে শারমিনের বিয়ে হয়। এর পর থেকেই যৌতুকসহ নানা কারণে তার ওপরে নির্যাতন চালানো হত। শারমীনের দুই মাসের একটি ছেলে রয়েছে।