মিয়ানমারের কারাগারে এনএলডির আরেক নেতা মারা গেছেন

- আপডেট সময় : ০৩:০৫:১৩ অপরাহ্ন, বুধবার, ১০ মার্চ ২০২১
- / ১৫৯৬ বার পড়া হয়েছে
মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের পর পরিস্থিতি দিনদিন ঘোলাটে হচ্ছে। সামরিক শাসকদের নানারকম পদক্ষেপের মধ্যে কারাগারে এনএলডির আরেক নেতা মারা গেছেন।
মিয়ানমারের সেনা অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি-এনএলডির আরেক নেতা আটক হওয়ার পর কারাগারে মারা গেছেন। সোমবার আটকের পর কারাগারেই নেতা জো ম্যায়ট লিন মারা যান বলে জানিয়েছেন পার্লামেন্টের উচ্চকক্ষের সাবেক সদস্য মিয়ো থেইন। কারা সূত্রে জানা গেছে, আটক ওই নেতা নিয়মিত জান্তাবিরোধী বিক্ষোভে অংশ নিয়েছিলেন। এখন তার পরিবার সামরিক হাসপাতাল থেকে মরদেহ নেয়ার চেষ্টা করছে। এর আগে এনএলডির প্রচার ব্যবস্থাপকের দায়িত্বে থাকা খিন মুং ল্যাটকে গ্রেফতার করা হলে কারাগারে তারও মৃত্যু হয়। পহেলা ফেব্রুয়ারি নির্বাচিত সরকারকে হটিয়ে সেনাবাহিনী ক্ষমতা দখল করলে মিয়ানমারে ব্যাপক সংকট দেখা দেয়। এরপর থেকে বিক্ষোভ অব্যাহত রয়েছে। এদিকে, বিভিন্ন সময় বিক্ষোভে অংশ নিয়ে এ পর্যন্ত আহত হয়েছে অন্তত ৫০ জন।