গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভয়াবহ আগ্নিকান্ডে ১৩টি দোকান পুড়ে গেছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৩:২৩ অপরাহ্ন, রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১
- / ১৬২৩ বার পড়া হয়েছে
গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভয়াবহ আগ্নিকান্ডে ১৩টি দোকান পুড়ে গেছে। এতে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করেছেন ব্যবসায়ীরা।
রবিবার রাত দেড়টার দিকে কোটালীপাড়া উপজেলার মহুয়ার মোড় বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। রাতে ওই বাজারের সোহাগ শেখের হোটেলের চুলার আগুন থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। এসময় আগুন চারিদিকে ছড়িয়ে পড়লে বাজারের ফার্নিচার, হোটেল, গ্যারেজ, ফার্মেসি, মুদি দোকানসহ ১৩টি দোকান পুড়ে যায়। পরে কোটালীপাড়া ফায়ার সার্ভিসের ১টি ও গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহায়তায় দুই ঘন্টা চেষ্টার পর রাত সাড়ে ৩টার দিকে আগুন নেভাতে সক্ষম হয়। এসময় আগুন নেভোতে গিয়ে অন্তত ৫জন আহত হয়েছেন।


























