ভারত থেকে ২০ লাখ ডোজ করোনার ভ্যাকসিন ঢাকায় পৌঁছেছে

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:০৪:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৮২ বার পড়া হয়েছে
ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে দ্বিতীয় দফায় ২০ লাখ ডোজ করোনার ভ্যাকসিন ঢাকায় এসে পৌঁছেছে। সোমবার রাতে ভারতের একটি ফ্লাইটে ঢাকার শাহজালাল বিমানবন্দরে পৌঁছে এ ভ্যাকসিন।
বিমান বন্দরে এসময় ভ্যাকসিন গ্রহন করতে স্বাস্থ্য অধিদপ্তর, ওষুধ প্রশাসন ও বেক্সিমকোর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ভ্যাকসিন বুঝে নিতে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের পাঁচটি ফ্রিজার ভ্যান বিমান বন্দরে পৌঁছে। অবতরণের প্রায় দেড়ঘণ্টা পর রাত ২টার দিকে ভ্যাকসিনবাহী বেক্সিমকোর ফ্রিজিং ভ্যানগুলো বিমানবন্দর থেকে গাজীপুরের দিকে রওনা দেয়। সেখানে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের কারখানায় ভ্যাকসিনগুলো রাখা হবে।