জাবির চলমান সংকট সমাধানের জন্য জরুরি সভায় বসেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৬:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চলমান সংকট সমাধানের জন্য জরুরি সভায় বসেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদিকে প্রশাসনের আশ্বাসে চলমান আন্দোলন স্হগিতের ঘোষণা দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা।
হল ছাড়ার বিষয়ে প্রশাসনের প্রঞ্জাপন জারীর পর কিছু শিক্ষার্থী হলে অবস্হান করলেও অনেকেই হল ছেড়ে চলে যাচ্ছে। আন্দোলনরত শিক্ষার্থীরা জানায়, শিক্ষকদের আশ্বাসের ভিত্তিতে আপাতত আন্দোলন স্হগিত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়য়ের প্রক্টর জানায়, ছাত্ররা ইতিমধ্যেই হল ছাড়তে শুরু করেছে। অনেকে চলেও গেছে। প্রশাসনের চলমান সভা শেষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।