বগুড়ার শেরপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:১৯:৩১ অপরাহ্ন, রবিবার, ২১ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
বগুড়ার শেরপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন।
ভোরে শেরপুর উপজেলা শহরের কলেজগেট এলাকায় ঢাকা থেকে বগুড়ার উদ্দেশ্য ছেড়ে আসা এসআর পরিবহনের একটি বাস ও ঢাকাগামী পাথর বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের চারজন ও ট্রাকের দুইজন নিহত হয়। আহত হয়েছে আরও ১৫ জন। আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার কারণে প্রায় দুই ঘন্টা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।
এদিকে, মানিকগঞ্জে প্রাইভেটকারের চাপায় ফয়সাল হোসেন নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।