সড়ক দুর্ঘটনায় বিভিন্ন জেলায় ১৮ জন নিহত

- আপডেট সময় : ০৬:১৬:৪০ অপরাহ্ন, বুধবার, ১০ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
সড়ক দুর্ঘটনায় ঝিনাইদহ, কক্সবাজার, মাদারীপুর, পাবনা, লালমনিরহাট ও চুয়াডাঙ্গায় ১৮ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরো প্রায় অর্ধশত।
ঝিনাইদহের কালীগঞ্জে বাস ও ট্রাকের সংঘর্ষে ৯ জন নিহত হয়েছেন। বিকেলে গড়াই পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে কুষ্টিয়ার দিকে যাওয়ার পথে বাসটি বারোবাজার পার হয়ে আমজাদ আলী ফিলিংস্টেশনের সামনে পৌঁছালে বিপরীত থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
কক্সবাজারের টেকনাফে বাস-সিএনজি অটোরিকশা সংঘর্ষে চারজনসহ দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত হয়েছে। সকালে কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং লম্বাবিল এলাকায় কক্সবাজারমুখি মিনিবাসের সাথে বিপরীত দিক থেকে আসা অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শিশুসহ তিনজন ও হাসপাতালে নেয়ার পর একজনের মৃত হয়।
মাদারীপুরের শিবচরে ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়। হাইওয়ে পুলিশ জানায়, শিবচরের বাংলাবাজার ফেরিঘাট এলাকা থেকে মোটরসাইকেলযোগে ফরিদপুরের ভাঙ্গার দিকে যাচ্ছিলেন ওই তিন ব্যক্তি।
লালমনিরহাট সদরের ভাটারা কর্ণপূর এলাকায় ট্রাকের ধাক্কায় রিকশা আরোহী এক শিশু মারা গেছে।
এছাড়া, চুয়াডাঙ্গার দামুড়হুদা ও পাবনার দাপুনিয়ায় আলাদা সড়ক দুর্ঘটনায় মারা গেছেন আরও দুইজন।