এমসি কলেজে গৃহবধূ ধর্ষণ মামলার বাদী, আইনজীবী ও সাক্ষীদের নিরাপত্তার নির্দেশ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩১:৫৬ অপরাহ্ন, রবিবার, ৭ ফেব্রুয়ারী ২০২১
- / ১৬২৩ বার পড়া হয়েছে
সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূ ধর্ষণ মামলার বাদী, আইনজীবী ও সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিতে সিলেটের পুলিশ কমিশনারকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আজ এ আদেশ দেন। একই সঙ্গে ওই ঘটনায় দায়ের করা দুটি মামলা একসঙ্গে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে নিষ্পত্তির নির্দেশও দেয় উচ্চ আদালত। তবে বাদীপক্ষের আদালত পরিবর্তনের আবেদন খারিজ করে দেয় হাইকোর্ট। ফলে বর্তমানে যে ট্রাইব্যুনালে মামলাটির বিচার চলছে, সেখানেই তা হবে। আলোচিত এই মামলায় এরই মাঝে আট আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। বর্তমানে মামলাটি সাক্ষ্য গ্রহণের পর্যায়ে রয়েছে।


















