গাজীপুরের কোনাবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় একটি বহুতল মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৪১:৫৩ অপরাহ্ন, শনিবার, ৬ ফেব্রুয়ারী ২০২১
- / ১৬২২ বার পড়া হয়েছে
গাজীপুরের কোনাবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় একটি বহুতল মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারি পরিচালক আব্দুল হামিদ জানান, ভোরে কোনাবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় এক্সিলেন্ট সুপারশপ নামের একটি বহুতল ভবনের ৪র্থ তলায় আগুনের সূত্রপাত হয়। মুহুর্তে আগুন ভবনের ৫ম ও ৬ষ্ঠ তলায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গাজীপুর, কালিয়াকৈর ও ডিবিএল মিনি ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানো শুরু করে। দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে ওই মার্কেটের চাইনিজ রেস্টুরেন্টসহ কিছু দোকান পুড়ে গেছে। হতাহতের খবর পাওয়া যায়নি।


























