অবৈধ শেয়ার হস্তান্তরের ঘটনায় হাইকোর্টের শুনানি ৩ মাসের জন্য মুলতবি

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০২:৩৭ অপরাহ্ন, বুধবার, ৩ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৭০ বার পড়া হয়েছে
পিপলস লিজিংয়ের সাবেক চেয়ারম্যান এম মোয়াজ্জেম হোসেনসহ ৫ জনের শেয়ার অবৈধভাবে হস্তান্তরের ঘটনায় হাইকোর্টের শুনানি ৩ মাসের জন্য মুলতবি করেছে আদালত।
বিচারপতি মোহাম্মদ খুরশীদ আলম সরকারের একক বেঞ্চ আজ এই মুলতবি আদেশ দেয়। এদিন মোয়াজ্জেমসহ পরিবারের দুই সদস্য হাইকোর্টে সশরীরে উপস্থিত হন। এসময় আগামী ৩ মাসের মধ্যে শেয়ার ক্রয় বাবদ নেয়া ৩ কোটি ২৫ লাখ টাকা পিপলস লিজিংকে ফেরত দেবে বলে জানায় এসএস স্টিল লিমিটেড। মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালে এসএস স্টিল লিমিটেডের আইপিও শেয়ার কেনার জন্য ৬ কোটি ২৫ লাখ ৫০ হাজার টাকা দেয় পিপলস লিজিং অ্যান্ড ফাইনান্সিয়াল সার্ভিসেস লিমিটেড। এর আগে অভিযুক্তদের বিও হিসাব থেকে আর্থিক প্রতিষ্ঠান পিপলস লিজিং অ্যান্ড ফাইনান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের অনুকূলে শেয়ার ফেরত দিতে কেন নির্দেশ দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করে হাইকোর্ট।