ট্রাম্পের অভিশংসনের বৈধতা নিয়ে চ্যালেঞ্জ করেছে তার আইনজীবীরা

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫১:২৩ অপরাহ্ন, বুধবার, ৩ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসনের বৈধতা নিয়ে চ্যালেঞ্জ করেছে তার আইনজীবীরা। ৯ই ফেব্রুয়ারি মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষে সাবেক প্রেসিডেন্টের অভিশংসনের শুনানি শুরু হতে যাচ্ছে।
মঙ্গলবার ট্রাম্পের আইনজীবীরা বলেন, প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় এখন তার অভিশংসনের শুনানি করতে পারে না মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট। এমনকি ট্রাম্পকে আবারও প্রেসিডেন্ট পদে দাঁড়ানো থেকে বিরত রাখার এখতিয়ার সিনেটের নেই বলে জানান তারা। ২০শে জানুয়ারি ট্রাম্প তার প্রেসিডেন্টের কার্যালয় ছেড়ে দেন। ১৪ পৃষ্ঠার বিবরণীতে- ক্যাপিটল হিলের সহিংসতায় ট্রাম্পের উসকানি নেই বলেও জানিয়েছে তার আইনজীবী দল।