মহাকাশে রকেটের মাধ্যমে স্যাটেলাইট উৎক্ষেপণের পরীক্ষা চালিয়েছে ইরান

- আপডেট সময় : ০১:৪৪:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
মহাকাশে রকেটের মাধ্যমে স্যাটেলাইট উৎক্ষেপণের পরীক্ষা চালিয়েছে ইরান। সোমবার দেশটির মরুভূমিতে ওই পরীক্ষা চালানো হয়। ইরানের প্রতিরক্ষামন্ত্রী এ তথ্য জানিয়েছেন। সোমবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে রকেট উৎক্ষেপণের ভিডিও ফুটেজ দেখানো হয়।
তবে কোন এলাকায় এবং কখন এটি উৎক্ষেপণের পরীক্ষা চালানো হয় তা উল্লেখ করা হয়নি। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, দেশীয় প্রযুক্তিতে নির্মিত কৃত্রিম উপগ্রহ বহনে সক্ষম ‘জুলজানাহ’ নামের রকেটটি ২২০ কেজি ওজনের যেকোনো স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহকে ভূপৃষ্ঠ থেকে ৫০০ কিলোমিটার উচ্চতায় স্থাপন করতে পারবে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মহাকাশ বিভাগের মুখপাত্র আহমাদ হোসেইনি জানিয়েছেন, এ যাবতকালের মধ্যে আবিষ্কৃত সর্বাধিক শক্তিশালী কঠিন জ্বালানি ইঞ্জিন প্রযুক্তি আয়ত্তে আনার পর ইরানি বিশেষজ্ঞরা এই প্রথমবারের মতো কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপক বাহন বা রকেটের পরীক্ষা চালালেন।২০২০ সালের এপ্রিলে প্রথমবারের মতো নূর নামে একটি স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ করে ইরান।