লাদাখে সীমান্ত বিরোধ মেটাতে ভারত ও চীন আজ বৈঠকে বসছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৮:০০ অপরাহ্ন, রবিবার, ২৪ জানুয়ারী ২০২১
- / ১৫৮৭ বার পড়া হয়েছে
লাদাখে সীমান্ত বিরোধ মেটাতে ভারত ও চীন আজ বৈঠকে বসছে। সীমান্তের চুসুল সেক্টরের মলডোতে নবম কোর কমান্ডারপর্যায়ের বৈঠকটি হতে যাচ্ছে।
সেখানে সেনাপর্যায়ের অফিসার ছাড়াও উপস্থিত থাকার কথা রয়েছে দেশ দুটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের। বৈঠকের ঠিক আগে অবশ্য চীনকে কড়া বার্তা দিয়েছে ভারত। চীন প্রকৃত নিয়ন্ত্রণরেখা (এলএসি) সংলগ্ন এলাকা থেকে সেনা না সরানো পর্যন্ত ভারতও তাদের সেনা সরাবে না বলে জানিয়ে দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। এর আগের বৈঠকে ‘আট নম্বর ফিঙ্গার’ এলাকায় সেনা সরানোর প্রস্তাব দেয় বেইজিং। সেনা প্রত্যাহারের প্রশ্নে রাজি হয় নয়াদিল্লি। কিন্তু শনিবার রাজনাথ জানিয়ে দিয়েছেন, চীন যতদিন না সেনা সরাবে, ভারতও এলএসি থেকে সেনা সরাবে না।



















