অভিযুক্ত অর্ধশত শিশুকে পরিবারের কাছ হস্তান্তরের নির্দেশ দিয়েছে আদালত
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০৭:২০:২০ অপরাহ্ন, বুধবার, ২০ জানুয়ারী ২০২১
 - / ১৫৭৯ বার পড়া হয়েছে
 
সুনামগঞ্জে ৩৫ মামলায় অভিযুক্ত অর্ধশত শিশুকে পরিবারের কাছ হস্তান্তরের নির্দেশ দিয়েছে আদালত।
দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক একযোগে ৩৫ মামলার রায়ে এ আদেশ দেন। এ সময় আদালতের পক্ষ থেকে প্রত্যেক শিশুর হাতে বই উপহার দেয়া হয়। রায় ঘোষণাশেষে বিচারক জাকির হোসেন বলেন, শিশুরা দেশের ভবিষ্যৎ। সাজার পরিবর্তে সুন্দর জীবনে ফিরে আসার সুযোগ কাজে লাগিয়ে আগামী দিনের নেতৃত্ব দিতে শিশুদের প্রস্তুত করার কথাও বলেন তিনি। এছাড়া, শিশুদের অপরাধ প্রবণতা থেকে দূরে রাখতে ও তাদের প্রতি যত্নশীল হতে পরিবারের সদস্যদের আহবান জানান। এদিকে, রায়ে সন্তোষ জানিয়েছে বাদী এবং বিবাদী পক্ষ।
																			
																		














