কোটালীপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মালমালসহ পুড়ে গেছে ১৬টি দোকান ঘর
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:০৬:১৯ অপরাহ্ন, রবিবার, ১৭ জানুয়ারী ২০২১
- / ১৬৩১ বার পড়া হয়েছে
গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মালমালসহ পুড়ে গেছে ১৬টি দোকান ঘর। গেলরাতে কোটালীপাড়া উপজেলার ভাঙ্গারহাট বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
কোটালীপাড়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার এস এম নজরুল ইসলাম জানান, রাতে ওই বাজারের একটি ইলেক্ট্রনিক দোকান থেকে প্রথমে বৈদ্যুতিক সর্ট সার্কিটের মাধ্যামে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে আগুন চারিদেকে ছড়িয়ে পড়লে বাজারের ওষুধের দোকান, কাঠের ফার্নিচারের দোকান, সারের দোকান, মুদি দোকানসহ মোট ১৬টি দোকান পুড়ে যায়। পরে খবর পেয়ে কোটালীপাড়া ফায়ার সার্ভিস এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।




















