ভারতের মহারাষ্ট্রের একটি হাসপাতালে আগুনে ১০ শিশুর মৃত্যু

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৯:২৩ অপরাহ্ন, শনিবার, ৯ জানুয়ারী ২০২১
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
ভারতের মহারাষ্ট্রের একটি হাসপাতালে আগুনে ১০ শিশুর মৃত্যু হয়েছে।
ওই শিশুরা এক মাস থেকে তিন মাস বয়সী ছিল বলে জানিয়েছেন এক চিকিৎসক। স্থানীয় সময় শনিবার রাত ২টায় মহারাষ্ট্রের ভান্ডারা জেলায় চারতলা ওই হাসপাতালে আগুন লাগে। ঘটনার সময় হাসপাতালের স্পেশাল নিউবর্ন কেয়ার ইউনিটে ১৭ শিশু ভর্তি ছিলো। তাদের মধ্যে সাতজনকে উদ্ধার করা হয়। আগুন লাগার পর সেখানে এত ধোঁয়া হয়ে যায় যে শিশুরা শ্বাসরোধে মারা যায়। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। এ ঘটনাকে হৃদয়বিদারক বলে এক টুইট বার্তায় বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।