বিশ্ব জনসংখ্যা নিয়ন্ত্রণ দিবস আজ

- আপডেট সময় : ০১:০১:৩৭ অপরাহ্ন, শনিবার, ২ জানুয়ারী ২০২১
- / ১৫৬০ বার পড়া হয়েছে
বিশ্ব জনসংখ্যা নিয়ন্ত্রণ দিবস আজ। বিশ্বব্যাপী দিবসটি পালন করা হচ্ছে নানান ভাবে। বিশ্বের কোনও কোনও দেশে জনসংখ্যা বৃদ্ধি রীতিমতো ভয়াবহ আকার নিচ্ছে, আবার কোথাও জনসংখ্যা হ্রাস পাওয়াটাই সমস্যা হিসেবে দেখা দিয়েছে।
এমন প্রেক্ষাপটে আজ পালিত হচ্ছে ‘বিশ্ব জনসংখ্যা নিয়ন্ত্রণ দিবস’। আমাদের দেশে জনসংখ্যা নিয়ন্ত্রণে পরিবার পরিকল্পনা কার্যক্রম শুরু হয় স্বাধীনতার পূর্ব থেকেই। প্রথমে বেসরকারি পর্যায়ে এই কার্যক্রম শুরু হলেও পরবর্তীতে তা সরকারের নিয়ন্ত্রণে নেয়া হয়। এক পর্যায়ে এই কার্যক্রমে বেশ সফলতা আসে। বর্তমানে দেশে জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ছেড়ে দেয়ার হার যেমন আছে তেমনি সক্ষম দম্পতির সংখ্যাও অনেক। ১৯৬১ সালে যেখানে বাংলাদেশের জনসংখ্যা ছিলো তিন কোটির ওপরে সেই জনসংখ্যা এখন বেড়েছে পাঁচ গুণের বেশি। বিশেষজ্ঞদের মতে, এই ধারা অব্যাহত থাকলে জনসংখ্যা ২০ কোটিতে পৌঁছুবে কয়েক বছরের মধ্যেই।