যুক্তরাজ্যে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিতে বিশ্বের বিভিন্ন দেশের প্রতি আহ্বান

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১৩:২৭ অপরাহ্ন, বুধবার, ২৩ ডিসেম্বর ২০২০
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
যুক্তরাজ্যে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিতে বিশ্বের বিভিন্ন দেশের প্রতি আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এদিকে, ফাইজার-বায়োএনটেকের তৈরি করোনা টিকার চূড়ান্ত অনুমোদন দিয়েছে ইউরোপীয় কমিশন
মারাত্মক সংক্রামক এক নতুন বৈশিষ্ট্যের করোনাভাইরাস যুক্তরাজ্যে ছড়িয়ে পড়ার পর অন্তত ৪০টি দেশ সেখানে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে। এ অবস্থায় যুক্তরাজ্যে প্রয়োজনীয় ভ্রমণ পুনরায় শুরু করতে মঙ্গলবার বিভিন্ন দেশের প্রতি সুপারিশ করেছে ইউরোপীয় কমিশন। প্রয়োজনে কোভিড-নাইন্টিন পরীক্ষা বা সেলফ আইসোলেশনের শর্তে হলেও প্রবেশের অনুমতি দেয়া উচিত বলে মত তাদের। তবে অত্যাবশ্যক নয় এমন ভ্রমণ নিরুৎসাহিত করেছে তারা। এছাড়া লরি চালকসহ পরিবহণ কর্মীদের সব ধরনের নিষেধাজ্ঞার বাইরে রাখার সুপারিশ করেছে কমিশন।