ফরাসি পার্লামেন্টে মুসলিম বন্দিশিবির করার প্রস্তাব কট্টর ডানপন্থী এমপিদের

- আপডেট সময় : ০৮:৪৩:১৬ অপরাহ্ন, সোমবার, ২১ ডিসেম্বর ২০২০
- / ১৫৫০ বার পড়া হয়েছে
ফরাসি পার্লামেন্টে কট্টর ডানপন্থী এমপিরা চীনের উইঘুরদের মতো ‘মুসলিম বন্দিশিবির’ করার প্রস্তাব দিয়েছেন। দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ- ন্যাশনাল অ্যাসেম্বলিতে ওই প্রস্তাব উত্থাপন করা হয়।
অপরাধে জড়িতদের না হলেও মুসলমানদের ধরে এনে এসব বন্দিশিবিরে আটক রাখার কথা বলা হয়েছে ওই প্রস্তাবে। সাবেক কট্টর ডানপন্থী ন্যাশনাল রেলীর জোটভুক্ত গিলুমে পেলটিয়ার দলের এমপি মেরিয়ে লে পেন সম্প্রতি ওই প্রস্তাব আনেন। বর্তমানে ওই এমপি লিবারেল কনজারভেটিভ পার্টিতে যোগ দিয়েছেন। তার ওই প্রস্তাবের তীব্র নিন্দা জানিয়েছেন দেশটির মানবাধিকার কর্মীরা। মানবাধিকার কর্মীরা ফরাসি ওই এমপিকে বর্ণবাদী আখ্যায়িত করে বলেন, এ বিল পার্লামেন্টে পাস হওয়া মানে মানবাধিকার লঙ্ঘন। ফ্রান্সের মুসলমানরা এ প্রস্তাবের তীব্র নিন্দা জানিয়ে বলেন, ইসলামে কোনো চরমপন্থার স্থান নেই। দেশটিতে ২২ হাজার মুসলমানকে সরকার অন্যায়ভাবে নজরদারিতে রেখেছে।