ভোলা, সাতক্ষীরা ও দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত

- আপডেট সময় : ০৫:৩৮:৫৫ অপরাহ্ন, সোমবার, ৭ ডিসেম্বর ২০২০
- / ১৫৪১ বার পড়া হয়েছে
ভোলা, সাতক্ষীরা ও দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছে।
ভোলা সদর উপজেলার ইলিশা সড়কে যাত্রীবাহী বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। সকালে একটি যাত্রীবাহী বাস চরফ্যাসন থেকে ভোলার ইলিশা ফেরিঘাটে যাচ্ছিল। ভোলা লক্ষ্মীপুর মহাসড়কের ব্যারিস্টারের কাচারি এলাকায় বিপরীত দিক থেকে আসা সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে বাসটির। এতে ঘটনাস্থলেই জসিম উদ্দিনসহ ২ জন নিহত হন। এদিকে, উত্তেজিত জনতা বাসটি ভাংচুর করে আগুন লাগিয়ে দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সাতক্ষীরার পাটকেলঘাটায় খুলনা-সাতক্ষীরা মহাসড়কে পিকআপভ্যানের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত হয়েছে। নিহত মহিদুল ইসলাম পাটকেলঘাটা থেকে মোটরসাইকেলে করে সাতক্ষীরা যাওয়ার পথে বাইগুনি নামক স্থানে পিকআপভ্যানের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হয় সে।
দিনাজপুরের পার্বতীপুর-ফুলবাড়ী আঞ্চলিক মহাসড়কের বৈগ্রাম মাস্তুর মোড়ে তেলবাহী ট্যাংক লরির সাথে মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মটরসাইকেল আরোহী জাহিদ ইকবাল নিহত হয়েছেন। রাতে পার্বতীপুর থেকে জ্বালানির তেল নিয়ে একটি ট্যাংক লরি বিরামপুর যাচ্ছিল। একই সময় বিপরীত দিক থেকে আসা মটর সাইকেলের সংঘর্ষ হলে আরোহী জাহিদ গুরুতর আহত হন। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তিনি মারা যান।
এদিকে, মাদারীপুরে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে নারীসহ ১৫ জন আহত হয়েছে। সকালে ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।