দেশে মানসম্মত শিক্ষা ব্যবস্থা নিশ্চিতে কাজ শুরু করেছে সরকার : শিক্ষামন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪৫:০৯ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২০
- / ১৫৫১ বার পড়া হয়েছে
দেশে মানসম্মত শিক্ষা ব্যবস্থা নিশ্চিতে কাজ শুরু করেছে সরকার। এটি প্রাক-প্রাথমিক থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত হবে। সেজন্য সরকার সবকিছুর পরিবর্তন আনছে। এ মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
দুপুরে মাদারীপুরের শিবচরে চৌধুরী ফাতেমা বেগম পৌর অডিটোরিয়ামে শিবচর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় শিক্ষামন্ত্রী আরো বলেন, পুরো পাঠ্যক্রম নতুন করে সাজানো হয়েছে। স্কুলের অবকাঠামো নতুন করে তৈরী করার পাশাপাশি প্রত্যেক শিক্ষককে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। এমনকি প্রতিটি ক্ষেত্রে তথ্য প্রযুক্তির ব্যবহার করে শিক্ষার মানকে বিশ্বমানের দিকে নিয়ে যাওয়া হচ্ছে।