নির্মাণাধীন ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২৬:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২০
- / ১৫৯৫ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ায় নির্মাণাধীন তিনতলা ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
বিকেলে জেলা শহরের কলেজ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।নিহত মাইনুদ্দিন পৌর এলাকার বাসিন্দা। এ ঘটনায় হৃদয় নামের আরও এক শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হয়েছে। স্থানীয়রা জানায়, জেলা শহরের কলেজ পাড়ায় নির্মাণাধীন একটি তিন তলা ভবনের ছাদের ঢালাই দিতে মাইনুদ্দিনসহ শ্রমিকরা কাজ করছিলেন। দুপুরের ছাদে রড বিছানোর সময় পাশের বিদ্যুতের খুঁটিতে স্পৃষ্ট হয়।এসময় রড হাতে থাকা মাইনুদ্দিন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনতলা থেকে নিচে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যায় ।তার সাথে থাকা হৃদয় আহত হয়। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহিম জানান, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইননুসারে ব্যবস্থা নেয়া হবে।