মাস্ক ব্যবহারের পক্ষে নড়াইল, গাইবান্ধা ও মৌলভীবাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৪৬:২৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২০
- / ১৬১১ বার পড়া হয়েছে
শীতে করোনার ২য় ঢেউ সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলতে এবং মাস্ক ব্যবহারের পক্ষে নড়াইল, গাইবান্ধা ও মৌলভীবাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান চলে।
মাস্ক ব্যবহার না করায় নড়াইলে ২৫ থেকে ৩০ জনকে সাময়িকভাবে আটক করে। ভ্রাম্যামান আদালত সুত্রে জানা যায়, জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালিত হয়। অভিযানে ৩৭,৪০০ টাকা জরিমানা গুনতে হয় ৫৬ জনকে। দায়ের হয়েছে ৫৫ টি মামলা।
নো মাস্ক নো সার্ভিস’ এই স্লোগানকে সামনে রেখে কোভিড-১৯ প্রতিরোধে জনসাধারণের মধ্যে সচেতনতা তৈরিতে গাইবান্ধায় মাস্ক বিতরণ করা হয়েছে।
মৌলভীবাজারে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করতে ও জনসচেতনা বাড়াতে জেলার ২০টি স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় ১৬২টি মামলায় ২৭ হাজার ১শত ৫০ টাকা জরিমানা করা হয়।






















