দুদকে পেট্রোবাংলার মধ্যরাতে পদোন্নতি ঘটনার সাক্ষ্যগ্রহণ

- আপডেট সময় : ০৬:১৭:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২০
- / ১৫২৯ বার পড়া হয়েছে
পেট্রোবাংলার বিতর্কিত পরিচালক আইয়ুব খান চৌধুরীর দুই ছেলেসহ ৬৩ কর্মকর্তার পদোন্নতির বিষয়ে আজ সাক্ষ্য দিয়েছেন কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের মহাব্যবস্থাপক সারওয়ার হোসেন। বিষয়টি নিয়ে এসএটিভিতে সংবাদ প্রচারের পর পদোন্নতির অনিয়ম অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক।
সকালে দুদকের ডাকে হাজির হন সারোয়ার হোসেন। সকাল ১০টা থেকে দুদকের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ে প্রায় ৩ ঘন্টা ধরে তাকে জিজ্ঞাসাবাদ করে দুদক কর্মকর্তারা। দু’দক কর্মকর্তারা জানান, তিন ঘন্টার জিজ্ঞাসাবাদে আইয়ুব খানের দুই ছেলে দুদকের ভূয়া ক্লিয়ারেন্স পেপার জমা দিয়ে পদোন্নতি বোর্ডকে বিভ্রান্ত করেছে বলে স্বীকার করেছেন কর্ণফূলী গ্যাসের মহাব্যবস্থাপক সারোয়ার হোসেন। ২০১০ সালে কর্ণফুলী গ্যাসে ২০টি পদের সার্কুলারের বিপরীতে ৩৮ জনকে নিয়োগ দেয়া হয়। অনিয়মের অভিযোগে দুদকের অনুসন্ধানে উঠে আসে, নিয়োগ পাওয়া ৩২ জনের লিখিত ও মৌখিক পরীক্ষার কোন নথিপত্রই নেই কর্ণফূলী ও পেট্রোবাংলায়। তদন্তের কাজ চলা অবস্থায় ওই ৩৮ জনসহ ৬৩ কর্মকর্তাকে গেল ২১ আগস্ট মধ্যরাতে পদোন্নতি দেয় কর্ণফুলী গ্যাস কর্তৃপক্ষ। পদোন্নতি পাওয়াদের মধ্যে আইয়ুব খান চৌধুরীর দুই ছেলে মহিউদ্দিন চৌধুরী ও আশেক উল্লাহ চৌধুরীর সার্ভিসবুকের মুল নথি কয়েকবছর ধরেই জব্দ রয়েছে। তারই অংশ হিসেবে কর্ণফুলী গ্যাসের মহাব্যবস্থাপক ও পদোন্নতি কমিটির আহবায়ক সারওয়ার হোসেন, মহাব্যবস্থাপক ফিরোজ খান, উপ-মহাব্যবস্থাপক লুৎফুল করিম চৌধুরী ও ম্যানেজার সুলতান আহমদকে তলব করে দু’দক।