উত্তরাঞ্চলসহ সারাদেশে শীতের তীব্রতা ক্রমেই বাড়ছে

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:০৫:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২০
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
উত্তরাঞ্চলসহ সারাদেশে শীতের তীব্রতা ক্রমেই বাড়ছে। সন্ধ্যার পর হাল্কা হিমেল বাতাস শীতের তীব্রতাকে আরো বাড়িয়ে দিচ্ছে। গত তিন দিনে গড়ে ৫ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমেছে। আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা।
দিনাজপুরে মধ্যরাতের পর কুয়াশা থাকলেও ভোরে সূর্যের আলো ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে শীতের তীব্রতা কমে যাচ্ছে। এরপর অবশ্য সারা দিনই সূর্যের দাপটই থাকছে। স্থানীয় আবহাওয়া অধিদপ্তর ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, গেলো রোববার শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ছিলো জেলার তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস। এদিকে, হঠাৎ করেই শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন এ জনপদের মানুষ। বিশেষ করে বিপাকে পড়েছেন সকালে কাজের সন্ধানে বের হওয়া শ্রমজীবী মানুষ। তবে বেড়েছে গরম কাপড়ের বেচাকেনা।