ঢাকা-রাজশাহী’র ম্যাচ দিয়ে পর্দা উঠলো বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপের
- আপডেট সময় : ০১:৪৯:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২০
- / ১৫৯৮ বার পড়া হয়েছে
ঢাকা-রাজশাহী’র ম্যাচ দিয়ে পর্দা উঠলো বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপের। মিরপুরে বেক্সিমকো ঢাকার বিপক্ষে টস হেরে ব্যাট করছে মিনিস্টার গ্রুপ রাজশাহী। শেষ খবর পর্যন্ত নাজমুল দলের সংগ্রহ বিনা উইকেটে ৩১ রান।
রাজশাহী হয়ে ইনিংস শুরু করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও আনিসুল ইসলাম ইমন। ম্যাচ শুরু’র আগে বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপের উদ্বোধন করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এদিকে, দিনের আরেক ম্যাচ বরিশালের বিপক্ষে লড়বে খুলনা। যে ম্যাচে দিয়ে ১৩ মাস পর মাঠের ক্রিকেটে ফিরছেন সাকিব আল হাসান। সাকিবের প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়েছেন প্রতিপক্ষ দলের অধিনায়করা। বরিশালের চেয়ে শক্তির বিচারে কাগজে-কলমে ঢের এগিয়ে জেমকন খুলনা। সাকিব-মাহমুদউল্লাহ ও এনামুলদের নিয়ে শক্তিশালী দল গড়েছে তারা। বিপরীতে দল নিয়ে সন্তুষ্ট না হলেও ফরচুন বরিশালের হয়ে চমক দেখাতে চায় তামিম ইকবালের দল।



















