নাটোরে দ্বিতীয় পর্যায়ে করোনা সংক্রমন রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০২:২২ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২০
- / ১৫৮১ বার পড়া হয়েছে
নাটোরে দ্বিতীয় পর্যায়ে করোনা সংক্রমন রোধে স্বাস্থ্যবিধি মানতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন।
দুপুরে শহরের নিচাবাজার এলাকায় এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ শাওন। এ সময় বাজার এলাকায় মাস্ক না পরার কারণে বিভিন্ন জনকে জরিমানা করা হয়। সেই সঙ্গে জনগণকে সচেতন করতে ও স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ করতে লিফলেট বিলি করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ শাওন জানান, জনগণকে সচেতন করতে এবং মাস্ক পরিধানে বাধ্য করতে এ অভিযান চলমান থাকবে। সামনে শীতের সময়ে করোনা ভাইরাসের দ্বিতীয় পর্যায় মোকাবেলা করার জন্য রবিবার থেকে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরতে বাধ্য করতে শক্ত অবস্থান নিয়েছে জেলা প্রশাসন।