প্রশ্নবিদ্ধ করতেই বিএনপি নির্বাচনে অংশ নিয়েছে বলে মন্তব্য তথ্যমন্ত্রীর

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪৬:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২০
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
প্রশ্নবিদ্ধ করতেই বিএনপি নির্বাচনে অংশ নিয়েছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
দুপুরে জাতীয় প্রেসক্লাবে স্বাধীনতা পরিষদ আয়োজিত ‘গণতান্ত্রিক আন্দোলনে শহীদ নূর হোসেন’ শীর্ষক আলোচনা সভায় সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় এ মন্তব্য করেন তিনি। এ সময় ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচনে বিএনপি প্রার্থীর নির্বাচন সুষ্ঠু হবার উপায় নেই মন্তব্যের জবাবে তথ্যমন্ত্রী বলেন, অতীতের মতো নির্বাচনকে বানচাল ও প্রশ্নবিদ্ধ করার তাদের অপচেষ্টা এবারও দেশের মানুষ প্রত্যাখ্যান করবে।