যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের পররাষ্ট্রমন্ত্রী কে হচ্ছেন ?

- আপডেট সময় : ০১:৪২:২৩ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২০
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের পররাষ্ট্রমন্ত্রী কে হচ্ছেন ? তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য প্রার্থীর তালিকায় এক ডজনেরও বেশি ব্যক্তির নাম নিয়ে নানা জল্পনা-কল্পনা চলছে। এমনটা জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।
কাকে পররাষ্ট্রমন্ত্রী করতে চান, সে বিষয়ে বাইডেন অবশ্য তেমন কোনো ইঙ্গিত দেননি। জো বাইডেন নিজে একজন পররাষ্ট্রনীতি বিশেষজ্ঞ। সিনেটের পররাষ্ট্রবিষয়ক কমিটিতে তিনি দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। মার্কিন রাজনীতিবিষয়ক সংবাদমাধ্যম পলিটিকোর এক প্রতিবেদনে বলা হয়- মার্কিন গণমাধ্যমগুলোয় প্রকাশিত বিভিন্ন নিবন্ধে উঠে আসছে অনেক সম্ভাব্য পররাষ্ট্রমন্ত্রীর নাম।তাদের মধ্যে রয়েছেন ডেলাওয়ারের সিনেটর ক্রিস কুনস। ডেলাওয়ারেই এক সময় সিনেটর ছিলেন বাইডেন। ক্রিস কুনস তার উত্তরসূরি। জুইশ ইনসাইডার, ফরেইন অ্যাফেয়ার্স, ওয়াশিংটন পোস্টসহ একাধিক পত্রপত্রিকায় ক্রিস কুনসের পররাষ্ট্রমন্ত্রী হওয়ার সম্ভাবনা নিয়ে কলাম প্রকাশিত হয়েছে।