প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:০৫:৩৭ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২০
- / ১৬৩৪ বার পড়া হয়েছে
আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাদের জয়ে রোববার অভিনন্দনবার্তা পাঠান প্রধানমন্ত্রী।
বার্তায় প্রধানমন্ত্রী বলেন, গত চার দশক ধরে অসাধারণ নেতৃত্ব, জনকল্যাণের প্রতি নিষ্ঠা ও আত্মোত্সর্গের প্রতিদান হিসেবে মার্কিন ভোটাররা এ দু’জনকে নির্বাচিত করেছেন। জো বাইডেন ও কমলা হ্যারিসের যুগল নেতৃত্বে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বকে শান্তি ও সমৃদ্ধি অর্জনে নতুন পথ দেখাবে বলে আশা প্রকাশ করেন শেখ হাসিনা। পাশাপাশি সন্ত্রাস, উগ্রবাদ, বিদ্বেষ ও রোহিঙ্গাদের জোরপূর্বক বাস্তুচ্যুতকরণ প্রতিরোধ এবং উন্নত বিশ্ব বিনির্মাণে একযোগে কাজ করার প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
















