জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সারাদেশে নানা কর্মসূচি বিএনপি‘র

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২৭:০৫ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২০
- / ১৫৮৬ বার পড়া হয়েছে
সারাদেশে নানা কর্মসূচিতে বিএনপি‘র জাতীয় বিল্পব ও সংহতি দিবস উপলক্ষে রেলী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সকালে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করে কুড়িগ্রাম জেলা বিএনপি। মিলাদ শেষে দেশ ও জাতির শান্তি কামনায় দোয়া করা হয়।
দিবসটিতে জামালপুরে রেলি ও আলোচনা সভায় জেলা বিএনপি’র কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেছ আলী মামুনসহ আরো অনেকে।
জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুনের সভাপতিত্বে মেহেরপুরে আলোচনা সভায় অংশ নেন জেলার নেতারা।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ঝিনাইদহের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির আহ্বায়ক এ্যাডভোকেট এস এম মশিয়ুর রহমান। থামাও ষড়যন্ত্র, বাঁচাও গণতন্ত্র এই শ্লোগান নিয়ে পটুয়াখালীতে বিল্পব সংহতি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।