গাজীপুরের কালিয়াকৈরে ট্রেনের সাথে বাসের সংঘর্ষে দুইজন নিহত

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:১৮:২৪ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২০
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
গাজীপুরের কালিয়াকৈরে ট্রেনের সাথে বাসের সংঘর্ষে দুইজন নিহত। সাড়ে পাঁচ ঘন্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
রংপুরের চিলাহাটি থেকে ছেড়ে আসা নীলসাগর ট্রেনটির সাথে ভোর ৪টায় কালিয়াকৈরের সোনাখালি রেল ক্রসিংয়ে একটি বাসের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বাসের মধ্যে থাকা একজন যাত্রী নিহত হয়।পরে আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো একজন মারা যায়।নীলসাগর ট্রেনের পরিচালক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, এ ঘটনার পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন সাড়ে পাঁচ ঘন্টা বন্ধ থাকার পর আবারো চালু হয়েছে।