সাভার ও আশুলিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রসহ দুইজন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৪৭:৪৪ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২০
- / ১৫৯২ বার পড়া হয়েছে
সাভার ও আশুলিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রসহ দুইজন নিহত হয়েছে। খবর পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার করেছে সাভার হাইওয়ে পুলিশ।
সকালে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার বাইপাইলে গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহী নাকিব আহমেদ নামে এক ছাত্র নিহত হয়। হাইওয়ে পুলিশ জানায়, ঢাকাগামী কোন গাড়ির চাপায় নাকিবের মৃত্যু হয়েছে। ঘাতক চালক ও গাড়িটি চিহ্নিত করে আটকের চেষ্টা চলছে। নাকিব বেসরকারি বিশ্ববিদ্যালয় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সফটওয়ার ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকের শিক্ষার্থী ছিলেন। অপরদিকে, গেলরাতে শিমুলতলায় রাস্তা পার হওয়ার সময় ট্রাকচাপায় রুহুল মিয়া নামের এক পথচারী নিহত হয়।

















