কঠোর স্বাস্থ্যবিধি মেনে আজ থেকে সৌদি আরবে ওমরাহ করার সুযোগ পাচ্ছেন বিদেশিরা
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৪০:২২ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২০
- / ১৬১৬ বার পড়া হয়েছে
কঠোর স্বাস্থ্যবিধি মেনে আজ থেকে সৌদি আরবে ওমরাহ করার সুযোগ পাচ্ছেন বিদেশিরা। এরই মধ্যে বিভিন্ন দেশ থেকে ১০ হাজার মানুষ এখন মক্কায়।
দেশটির হজ্জ ও উমরাহ উপমন্ত্রী জানান, এতোদিন শুধু সৌদি আরবের নাগরিক ও প্রবাসীরা ওমরাহ পালনের অনুমতি পেয়েছিলেন। তবে আজ থেকে বিদেশিরাও ওমরাহতে অংশ নিতে পারবেন। ওমরাহ পালনকারীদের সৌদিতে পৌঁছানোর পর অবশ্যই তিনদিনের আইসোলেশনে থাকতে হবে। সেই সঙ্গে মেনে চলতে হবে স্বাস্থ্যবিধি। ১০ দিন সৌদিতে থাকার অনুমতি পাবেন তারা। কারও করোনা শনাক্ত হলে পর্যবেক্ষণে রাখা হবে। করোনার কারণে সাত মাস পর গত ৪ঠা অক্টোবর থেকে সীমিত পরিসরে চার ধাপে ওমরাহ চালুর ঘোষণা দেয়া হয়।
















