নারায়ণগঞ্জের তল্লাবাগ মসজিদ কমিটির সভাপতি আব্দুল গফুররের দুই দিনের রিমান্ড

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:২৭:১৪ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২০
- / ১৫৭১ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের তল্লাবাগ মসজিদে বিস্ফোরণের ঘটনায় গ্রেফতারকৃত মসজিদ কমিটির সভাপতি আব্দুল গফুররের দুই দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
দুপুরে নারায়ণগঞ্জে সংবাদ সম্মেলনে সিআইডির বিশেষ পুলিশ সুপার নাসির উদ্দিন জানান, শুক্রবার রাতে আব্দুল গফুরকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। মামলার দায়িত্বভার নেয়ার পর থেকেই সন্দেহভাজনদের নজরদারিতে রাখা হয়। তিতাসের ৮ জন, ডিপিডিসির একজন এবং স্থানীয় দু’জন বৈদ্যুতিক মিস্ত্রিকেও এ মামলায় আটক করা হয়েছে বলে জানান তিনি। গত ৪ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের পশ্চিম তল্লাবাগ বাইতুস সালাত জামে মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় ৩৭ জন দ্বগ্ধ হয়। এর মধ্যে ৩৫ জন মারা যান।