পাকিস্তানে একটি মসজিদ ও মাদ্রাসায় শক্তিশালী বোমা বিস্ফোরণে নিহত অন্তত ৭ জন

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০৩:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২০
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
পাকিস্তানের পেশোয়ারে একটি মসজিদ ও মাদ্রাসায় শক্তিশালী বোমা বিস্ফোরণে নিহত হয়েছে অন্তত ৭ জন। হামলায় আহত হন আরো অন্তত ১শ’ জন।
সকালে দির কলোনীর স্পেন জামায়াত মসজিদ ও মাদ্রাসায় এ বিস্ফোরণ ঘটে। এটি স্থানীয় শিক্ষার্থীদের জন্য ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ব্যবহার করা হতো। সেখানেই এ বিস্ফোরণ ঘটে। পুলিশ জানায়, বিস্ফোরণে ভবনটির সামনের অংশ পুরোপুরি ধসে পড়েছে। বিভিন্ন স্থানে শুধু ধ্বংসযজ্ঞের ক্ষতচিহ্ন। কান্নায় ভারী হয়ে উঠেছে আশপাশ। ঘটনাস্থলে পৌঁছেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। মাদ্রাসায় কোরআনের ক্লাস চলাকালে বিস্ফোরণ ঘটে। শিক্ষার্থীদের বেশিরভাগ ২০ থেকে ২৫ বছর বয়সী। সেখানে একটি ফেলে যাওয়া ব্যাগ থেকেই বিস্ফোরণ ঘটে বলে জানানো হয়েছে। প্রাথমিক প্রতিবেদনে, উন্নত বিস্ফোরক যন্ত্র- আইইডি ব্যবহার করা হয়। এতে অন্তত পাঁচ কেজি বিস্ফোরক ব্যবহার করা হয়।