আলাদা সড়ক দুর্ঘটনায় ফরিদপুর, ফেনী ও পঞ্চগড়ে ৫ জন নিহত

- আপডেট সময় : ১২:৪৩:২৫ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২০
- / ১৫৭৯ বার পড়া হয়েছে
আলাদা সড়ক দুর্ঘটনায় ফরিদপুর, ফেনী ও পঞ্চগড়ে ৫ জন নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন ১১ জন
ফরিদপুরের মধুখালী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের কামারখালীতে সড়ক দুর্ঘটনায় এক নারীসহ ২ জন নিহত এবং আহত হয়েছেন পাঁচজন। পুলিশ জানায়, ঢাকা থেকে চুয়াডাঙ্গাগামী ট্রাক বরযাত্রীবাহী একটি মাইক্রোবাসকে পেছন থেকে ধাক্কা দেয়। এসময় মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়। মাইক্রোবাসের আহত যাত্রীদের উদ্ধার করে মধুখালী উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা দু’জনকে মৃত ঘোষণা করে।
ফেনীর দাগুনভূঞায় মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাপায় কোহিনুর আক্তার নামে এক নারীর মৃত্যু হয়েছে। গেলোরাতে উপজেলার ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের আজিজ ফাজিলপুর গ্রামে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে।
এদিকে, সন্ধ্যায় পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার শালবাহান মাঝিপাড়া এলাকায় মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের চালক স্বপন চন্দ্র রায় ও ইয়াসমিন আক্তার নামে দুইজন নিহত হয়। পুলিশ জানায়, শনিবার সন্ধ্যায় পঞ্চগড় তেঁতুলিয়ার শালবাহান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।